রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বিভিন্ন গ্রামের ইমাম ও মোয়াজ্জিন সহ কর্মহীন ৮৯০ পরিবারের মধ্যে মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষদের মধ্যে ইফতার সামগ্রী সহায়তা দিয়েছে সদ্য প্রতিষ্ঠিত সংগঠন মানবিক কামারচাক ইউনিয়ন।
সংগঠনের সমন্বয়ক নজমুল হক সেলিম বলেন, আমাদের এলাকায় দেশ ও বিদেশের প্রায় ২৯৫ জন ডোনার নিজ নিজ সাধ্য মতো খাদ্য সামগ্রী দিয়েছেন। এবং আমরা সবাই মিলে এই খাদ্য সামগ্রী পেকেটিং করে প্রতিটি ওয়ার্ড কমিটির সদস্যদের দ্বারা বাছাইকৃত উপযুক্ত ব্যাক্তিদের হাতে তুলে দিয়েছি। আমাদের এলাকার মানুষের এতো উদারতা দেখে আমরা অভিভূত।
সমন্বয়ক মিজানুর রহমান চৌধুরী রাসেল বলেন, আমাদের এলাকার মানুষ সব সময় দানশীল তার প্রমান অতীতে রেখেছিলো এবং বর্তমানেও রেখেছে। আমরা আমাদের ওয়ার্ড কমিটির সদস্যদের সক্রিয় সহায়তায় আমরা সু-শৃঙ্খল ভাবে ত্রান বিতরণ সম্পন্ন করেছি।
সংগঠনের সদস্যদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক নজমুল হক সেলিম, চেয়ারম্যান কামারচাক ইউ,পি। সমন্বয়ক মিজানুর রহমান চৌধুরী রাসেল, মোঃ সামসুল ইসলাম, মীর সালেহ উদ্দিন, মাহবুবুর রহমান, শওকত আলী, জয়নাল আবেদীন শিবু, শাহ আলম, আলমাছ আহমদ, আলিক চৌধুরী, এমএ হাসান, নজরুল ইসলাম, আব্দুল হক, সঞ্জয় দত্ত, মালিক বকস্, সুফিয়ান মিয়া, আব্দুন নুর,আবু খান আব্দুল করিম, বাবুল আহমেদ, জালাল মিয়া,আরিফুল ইসলাম, জুবেল মিয়া,কর্নমনি দাশ,মোহাম্মদ খান, তপু দে, সুজেল আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।