মালয়েশিয়ায় গরম তেলে পড়ে এক বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: মালয়েশিয়ায় একটি পাম ওয়েল কারখানায় পাইপ স্থাপনের সময় গরম তেলের মধ্যে পড়ে আব্দুল মান্নান মোল্লা(৩৯) নামের এক বাংলাদেশি মারা গেছেন।

মালয়েশিয়াভিত্তিক অনলাইন দ্য মালয়েশিয়া ইনসাইট এর এক খবরে বলা হয়েছে, মান্নান রোববার বেলা সাড়ে ১১টার দিকে ৪.৬ মিটার উচ্চতা থেকে গরম তেলের মধ্যে পড়ে যান।

কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে, মান্নান দুই মাস ধরে তাদের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করছিলেন।

জেসিন জেলা পুলিশের প্রধান মিসপানি হামদান মান্নানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ‘ভুক্তভোগীর বন্ধু মান্নানের পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসেন। কিন্তু তিনি কোনও কিছুই দেখতে পাননি। পরে কারখানার সুপারভাইজার পুলিশ এবং দমকলবাহিনীকে খবর দেন’।

মিসপানি জানিয়েছেন, কুয়াটি গরম তেলে ভর্তি থাকায় মান্নানের লাশ উদ্ধার করতে বেগ পেতে পেয়েছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল তিনটার দিকে লাশ উদ্ধার করা হয়। এদিকে ঘটনাটিকে ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।