আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার একটি পাইলট স্কুলে প্রশিক্ষণের সময় জোড়া হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্তৃপক্ষ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এ ছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও সংঘর্ষের ব্যাপারটি নিশ্চিত বলে জানা গেছে।
সংঘর্ষের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার দুটির একটি কুয়ালালামপুরের বনাঞ্চলের অংশে ও অন্যটি একটি স্কুলের মাঠে নিরাপদে অবতরণ করতে পেরেছে।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী ওয়ে কা সিয়ং এক বিবৃতিতে জানান, ‘দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দুজন ক্রুর সদস্য দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন।’ এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, সম্পদশালী মালয়েশিয়ানদের কাছে শখ করে হেলিকপ্টারে ওড়া বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনদিন।