মাস্ক না পরলেই ব্যবস্থা

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বাইরে চলাচলের ক্ষেত্রে আবারো মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করেছে সরকার। ফলে যারা এ নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অনান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এছাড়া আবারো রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিনা কারণে বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।