মিয়ানমার সীমান্তে বিজিবির টহল জোরদার

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর কক্সবাজারের উখিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সোমবার ভোর থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি।

সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া উপজেলার তুমব্রু, ঘুনধুম, বালুখালী, পালংখালী এবং টেকনাফ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানান, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বিজিবি।

মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার সকালে ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটকের পর পরই জরুরি অবস্থা জারি করা হয়।