‘মুকুটহীন সম্রাট’ আনোয়ার হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন। ‘নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নবাব চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে যায়।

আজ তার ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এ কিংবদন্তি অভিনেতা।

১৯৬৪ সালের ১ মে তার অভিনীত ‘দুই দিগন্ত’ ছবি দিয়ে ঢাকার বিখ্যাত ‘বলাকা’ সিনেমা হলের উদ্বোধন হয়েছিল।

অভিনয় জীবনের ৫১ বছরে প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য জহির রায়হান পরিচালিত ‘কাঁচের দেয়াল’ ও ‘জীবন থেকে নেয়া’, মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ ও ‘সূর্যস্নান’, কাজী জহির পরিচালিত ‘বন্ধন’, খান আতাউর রহমান পরিচালিত ‘নবাব সিরাজউদ্দৌলা’, এম এ হামিদ পরিচালিত ‘অপরাজেয়’, সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’, আলমগীর কবির পরিচালিত ‘ধীরে বহে মেঘনা’, আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ও ‘ভাত দে’ ইত্যাদি।

আনোয়ার হোসেন ১৯৭৫ সালে প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘লাঠিয়াল’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পান।