মুরগি দিয়ে ফাঁদ পেতে ধরা হলো মেছো বাঘ

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে কৃষকের পাতা ফাঁদে একটি মেছো বাঘের শাবক ধরা পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মাওহা ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উৎসুক জনতা মেছো বাঘটি দেখতে ভিড় করেছে।

স্থানীয়রা জানান, কড়ইকান্দা গ্রামে মাসখানেক ধরেই মেছো বাঘের শাবকটি ঘোরাফেরা করেছে। মেছো বাঘের উপদ্রবে এরই মধ্যে গ্রামের অনেকের হাঁস-মুরগিও নিখোঁজ হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাতে গ্রামের কৃষক সোহেল মিয়া খাঁচার ভেতর মুরগি ঢুকিয়ে ফাঁদ তৈরি করে বাড়ির পাশে পেতে রাখেন। পরে সোমবার সকালে সেই ফাঁদে মেছো বাঘটি ধরা পড়ে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, মেছো বাঘের শাবক ধরা পড়ার খবর পেয়েছি। প্রাণিটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন কর্মকর্তাকে বলা হয়েছে।

বন বিভাগের গৌরীপুর রেঞ্জ কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, মেছো বাঘের শাবকটি উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।