মেয়ে হাসপাতালে, ওষুধ আনতে গিয়ে উধাও বাবা!

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

ধলাই ডেস্ক: পাঁচ দিন বয়সী মেয়েকে হাসপাতালে রেখে ওষুধ আনতে গিয়ে উধাও হয়েছেন বাবা।

বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

শিশু সুবর্ণা নগরীর তাঁতী পাড়ার আনোয়ার আলীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে এসএমপি’র এডিশনাল ডিসি (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, বুধবার রাতে হাসপাতালের পঞ্চম তলায় শিশুটিকে ভর্তি করে ওষুধ আনতে যান আনোয়ার আলী। দুইদিন হয়ে গেলেও ওষুধ নিয়ে ফেরেননি তিনি।