মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বরগুনার তালতলী উপজেলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে রোববার বিকেল পৌনে ৫টার দিকে আমতলী-তালতলী সড়কে ।

নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবুল হোসেন। তিনি তালতলী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়।

তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আরিফুল ইসলাম বলেন, সরকারি কাজে থানা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে তালতলীর কচুপাতরা বাজারে যাচ্ছিলেন এএসআই আবুল হোসেন। আমতলী-তালতলী সড়কের মনির পেয়াদার দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় দ্রুতগতির মোটরসাইকেটি উল্টে আবুল হাসানের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ওসি আরিফুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে তালতলী থানা পুলিশ। এ ঘটনায় বরগুনা জেলা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।