মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে ক্রেতা সাধারণের কাছে পৌছে দেবার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে পশ্চিমবাজারে অবস্থিত এ আর খান ব্রাদার্সকে আইন লঙ্গনের দায়ে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।