মৌলভীবাজারে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
ছবি ধলাইর ডাক

প্রেস বিজ্ঞপ্তি: মৌলভীবাজারে ৩ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০:০০ টা থেকে ১:০০ টা পর্যন্ত এ জরিমানা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানে সহযোগিতা করেন শেরপুর পুলিশ ফাঁড়ীর পুলিশ ফোর্স ।

মৌলভীবাজারের সদর উপজেলার  শেরপুর বাজার, আফরোজগঞ্জ বাজার, মৌলভীবাজার রোড ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানকালে শেরপুর বাজারে অবস্থিত তাহমিনা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, আফরোগঞ্জ বাজারে অবস্থিত হাসান লাইব্রেরীকে ৫ শত টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত রহমান মেডিকেল হলকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, প্রসাধনীর গায়ে উৎপাদন তারিখ লেখা থাকলেও মেয়াদ উত্তীর্ণে তারিখ লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।