যমুনায় নৌকাডুবিতে জীবিত উদ্ধার ৬, এখনো নিখোঁজ ৫

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: যমুনায় নৌকাডুবির ঘটনায় চর থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের প্রজাপতির চর থেকে উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর উদ্দিন অলি জানান, এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। বাকিদের সন্ধানে এখনো কাজ চলছে।

এর আগে বুধবার রাত ৯টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ি এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল।

সকালে দেওয়ানগঞ্জ থানার ওসি এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউপি থেকে ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় বুধবার রাতে মাঝ নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। বৈরি আবহাওয়ার কারণে রাত ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। পরে বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু করে।