স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে যুগান্তরের কমলগঞ্জ প্রতিনিধির কার্যালয়ে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর কমলগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা। দোয়া ও মিলাদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাব্বির হোসেন।
স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভ‚ঁইয়া, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায়, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, ভোরের ডাকের প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক দিনকাল প্রতিনিধি আহাদ মিয়া, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আশরাফ সিদ্দিকি পারভেজ, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি শাহাব উদ্দিন সিহাব, দৈনিক বর্তমান খবর প্রতিনিধি রাকেল আনসারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ৩ মে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের কামালখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম। তার মালিকানাধীন যমুনা ফিউচার পার্ক এশিয়ার সবচেয়ে বড় শপিংমল। এ ছাড়া যমুনা ইলেকট্রনিক্স, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো ৪১টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। সৃষ্টি করেছেন অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান। গত বছর নুরুল ইসলাম করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা যান।