যাত্রাবাড়ীতে রেস্তোরাঁয় আগুন: সব পুড়ে গেছে

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: ‘রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন রেস্তোরাঁয় লাগা আগুনে ভবনের নিচতলা ও দোতলার সব কিছু পুড়ে গেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে কথা হলে পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, এতে কোনো হতাহত হয়নি। বলা হচ্ছে গ্যাসের আগুন থেকে আগুন লেগেছে আবার কেউ বলছেন ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে। তবে, কী কারণে আগুন লেগেছে তা এখনই আমরা বলছি না।

আগুন নেবানোর পর সকাল সাড়ে নয়টার দিকে রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে দেখা গেছে, মোটামুটি ভেতরের সবকিছু পুড়ে গেছে। ক্যাশিয়ার বসার স্থানটি থেকে এখনো ধোঁয়া উড়ছে। সকালের নাস্তার জন্য ময়দার খামি, তেল পুড়ে গেছে। তখনো ভেতরে প্রচণ্ড উত্তাপ।

রেস্টুরেন্টের কর্মী মো. মুন্না মিয়া বলেন, হোটেলের নিচতলা এবং দোতলার সম্পূর্ণ ডেকোরেশন নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতি কমপক্ষে ১৫ কোটি টাকা।

রেস্টুরেন্টের সামনে বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে এ আগুন লাগে দাবি করে তিনি বলেন, এ ট্রান্সমিটার থেকে এর আগেও আগুন লেগেছে।

সূত্র: জাগো নিউজ…