যাত্রীবাহী বাসের ধাক্কায় সিমেন্ট ভর্তি ট্রাক খাদে, হেলপার নিহত

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে সিমেন্ট ভর্তি বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের থাক্কায় মোহাম্মদ আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানার পশ্চিম পাশে সেভেন রিংস সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভর্তি ঘোড়াশালগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় পেছন দিক দিয়ে আসা নরসিংদীগামী বাদশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস জোরে ধাক্কা দেয়। এতে সিমেন্ট ভর্তি ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকে থাকা হেলপার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।