যুক্তরাজ্যের এডিনবার্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

তুহিন মাহামুদ : যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উদযাপিত হলো বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় স্কটিশ পার্লামেন্ট অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই বাংলাদেশী বংশদ্ভূত স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রথম ভাগে আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যানচেষ্টার সহকারী হাই কমিশনার জিয়াউল হাসান, সংগঠক গোলাম আনিস চৌধুরী, ইভান ম্যাক্কি এম,এস,পি, ড.সন্দেশ গুলহান এম,এস,পি,ড.ওয়ালি তাসের এম,এস,পি,সংগঠক সৈয়দ শামচুল ইসলাম সাইম প্রমূখ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হারিয়ে যাওয়া ও ক্ষতিগ্রস্হ জীবনের স্মৃতি এবং বাংলাদেশের গৌরবগাঁথা সাফল্য, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন বক্তব্যে।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে ছিলো মনমাতানো দেশাত্মবোধক গান,নৃত্য পরিবেশন এবং গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্যের ধারক ও বাহক লোকজ সংগীত পরিবেশ। এডিনবার্গের বসবাসরত বাংলাদেশী সহ স্কটল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিপুলসংখ্যক বিদেশীরাও স্বত:স্ফুর্তভাবে অনুষ্ঠানে অংশ নেয়।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো আসাদ্দর আলী,নন্নু মিয়া নজরুল ইসলাম,আবুল কালাম প্রমূখ।

অনুষ্ঠানটি স্পন্সর করেন স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী। সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।