
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌ-ঘাঁটির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানিয়েছেন, ক্রমেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কেউ হতাহত হয়নি।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানাতে পারেনি অঙ্গরাজ্যটির বনবিভাগ ও দমকল বাহিনী।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ভস্মীভূত হয়।