যুক্তরাষ্ট্রে বিচারকের বাড়িতে বন্দুক হামলা, সন্তান নিহত

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক ফেডারেল বিচারকের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বিচারকের সন্তান নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ জার্সির নর্থ ব্রান্সউইক এলাকায় এসথার সালাস নামে এই বিচারকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। এতে তার ২০ বছর বয়সী ছেলে ড্যানিয়েল অ্যান্ডার্ল মারা যান এবং স্বামী ডিফেন্স অ্যাটর্নি মার্ক অ্যান্ডার্ল (৬৩) গুরুতর আহত হন।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে পার্সেল সার্ভিস ফেডেক্স -এর কর্মী সেজে বাসায় ঢুকেছিল হামলাকারী। ডাকে সাড়া দিয়ে দরজা খুলতেই ড্যানিয়েলের বুকে বেশ কয়েকবার গুলি করে ওই ব্যক্তি। শব্দ শুনে মার্ক এগিয়ে এলে হামলার শিকার হন তিনিও। তবে হত্যকাণ্ডের নেপথ্য কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, হামলাকারী একাই ছিল। তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

৫১ বছর বয়সী এসথার বারাক ওবামার শাসনামলে জেলা আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর থেকে বেশ কিছু হাই-প্রোফাইল মামলার রায় দিয়েছেন তিনি। বিচারক হিসেবে তিনি অনেক সময়ই হুমকি পেয়েছেন। তবে সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেনি।

এছাড়া চারদিন আগে মার্কিন ধনকুবের ও যৌন হেনস্তাকারী জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট আর্থিক প্রতারণা বিষয়ক একটি মামলার দায়িত্ব পেয়েছিলেন এসপার। তবে এ ঘটনার জন্যেই তার বাড়িতে হামলা হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়।