নিজস্ব প্রতিনিধি: অপহরণের এক বছর অতিক্রান্ত হলেও খোঁজ মেলেনি ওসমানী নগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফের বড় ছেলে আহমেদ ইমতিয়াজ রাহী’কে কে বা কাহার জনাব ইউসুফের ‘গজিয়া মৎস্য প্রকল্প’ হতে ১৯ মে ২০১৯ তারিখে অপহরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হলেও তার কোন অগ্রগতি হয়নি। বরংচ বিশেষ এক মহলের ঈশারায় এবং সরাসরি অংশগ্রহণে জনাব ইউসুফের মৎস্য খামার, বাড়ীঘর ও সম্পত্তি বে-দখল হয়ে গিয়েছে। তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলাও হয়েছে। কিন্তু কেন? রাজনৈতিক বিরোধীতাই কি এর জন্য দায়ী? উল্লেখ্য, জনাব ইউসুফ ও তার ২য় ছেলে আহমেদ ইশতিয়াক শাহী প্রাণ ভয়ে দীর্ঘ দিন ধরে বিদেশে অবস্থান করছেন। ছোট ছেলে আহমেদ ইফতিয়া জাহিদও মিথ্যা মামলার আসামী হওয়ায় দেশে ফিরতে পারছেন না। পরিবার সূত্রে জানা যায় যে, তারা সকলেই প্রাণ ভয়ে এক জায়গা হতে অন্য জায়গা পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ প্রশাসনের এ ব্যাপারে যেন কিছুই করার নেই? সত্যি সেলুকাস, বিচিত্র বাংলাদেশ।