
ধলাই ডেস্ক: যুবদল নেতার বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় এলাকা ছাড়ার অভিযোগ করেছেন এক যুবলীগ নেতা। তিনি কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
ওই যুবলীগ নেতার নাম মোজাফফর হোসেন পল্টু। চকরিয়া উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তার মা, খালা এবং স্ত্রী উপস্থিতি ছিলেন।
সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, জাফর আলম এমপি নির্বাচিত হওয়ার পর তার ছেলে তুহিনের নেতৃত্বে আওয়ামী লীগ নিধনের জন্য বিকল্প এমপি লীগ ও স্বাধীন মঞ্চ নামে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নিয়ে সন্ত্রাসী সংগঠন গঠন করেন। সেই সংগঠনের মাধ্যমে খুন, ইয়াবা ব্যবসা, গরু-মহিষ চুরি, দখল-বেদখল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, মার্কেটে ছিনতাই অব্যাহত রেখেছেন।
যুবলীগ নেতা বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য তারা এখন হাইকোর্টের আদেশ অমান্য করে আমাদের জমি দখল নিচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ করলে কিছুদিন বন্ধ থাকার পর আবারও দখল শুরু হয়।
সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে এলাকা ছাড়া করার অভিযোগ তুলে মোজাফফর হোসেন পল্টু বলেন, এলাকা ছাড়া হয়ে এখন আমি স্বাভাবিক জীবন ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।