খেলা ডেস্ক: করোনার এই সংকটে পবিত্র রমজান মাসটিও কষ্টে কাটছে অসহায় পরিবারগুলোর। তাদের সাহায্যার্থে ১ লাখ ১ হাজার ডলার দান করলেন আর্সেনালের জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা।
তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই অর্থ সাহায্য পাঠিয়েছেন ওজিল। দেশটির আন্দেলো এজেন্সি জানিয়েছে, এই অর্থ মুসলিম তিন দেশে ব্যয় করা হবে ইফতার ও সেহরীর জন্য।
তুরস্কের রেড ক্রিসেন্ট প্রধান করিম কিনিক এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন আর্সেনাল তারকাকে। তিনি বলেন, ‘আমাদের ভাই ওজিলের দেয়া এই সাহায্য আমরা যত দ্রুুত সম্ভব মানুষের কাছে পৌঁছে দেব।’
মুসলিমদের জন্য সবসময়ই মন কাঁদে জার্মান এই মিডফিল্ডারের। উইঘুর মুসলিমদের যথাযথ সেবা না দেয়ায় গত ডিসেম্বরে চীন সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। একইসঙ্গে সমালোচনা করেন নীরব মুসলিম বিশ্বের।