ধলাই ডেস্ক: রাজধানী ঢাকা ও সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। সিলেট ছিল ভূমিকম্প উৎপত্তিস্থল।
এদিকে, ভূমিকম্পের আতঙ্কিত হয়ে ওঠেন মানুষজন। অনেকেই দ্বিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার ভোর থেকে সিলেটে বৃষ্টি ঝরছে। বৃষ্টির কারণে বাসা-বাড়ির বাইরে যেতে পারছেন না কেউ। এরইমধ্যে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট। এতে ঘরের ভেতেরই অনেকে ছুটোছুটি শুরু করেন।