ধলাই ডেস্ক: রাজশাহীতে নির্মাণাধীন ভবনের সীমানাপ্রাচীর ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।
শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর ছোট বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল ইসলাম বলেন, আহত আট শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছে।
শ্রমিকদের ধারণা, দেয়ালের নিচে এখনো একাধিক শ্রমিক চাপা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। দেয়ালের নিচে এখনো কতজন চাপা পড়ে আছে বা আদৌ কেউ আছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।