ধলাই ডেস্ক: বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটেনের বাকিংহাম প্রাসাদে দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
১৯৭২ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে করমর্দন করেছিলেন তিনি। এ সময় ব্রিটেনের রানির পাশে ছিলেন তার স্বামী প্রিন্স ফিলিপ।
এদিকে শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার মারা গেছেন।
এদিন বাকিংহ্যাম প্যালেস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাকিংহাম প্যালেস জানায়, রানি বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যালমোরালে মারা গেছেন।
কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করেছিল ব্রিটেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা কোনো রানি।