আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রুশ সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাশিয়ার নভগোরড অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে ‘কপ্টার-টাইপ ইউএভি’ ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। এটিকে শনাক্ত করে আঘাত করা হয়েছে। এতে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপেলভ টিইউ-২২ জঙ্গিবিমানে আগুন ধরে গেছে। হামলার ফলে এয়ারফিল্ড পার্কিং লটেও আগুন ধরে যায়। তবে পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।
ধ্বংসপ্রাপ্ত বিমানটি একটি টুপোলেভ টিইউ-২২ মডেলের সুপারসনিক বোমারু বিমান যা শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলা চালানোর কাজে এই মডেলের বিমান ব্যবহার করে আসছে রাশিয়া।