ধলাই ডেস্ক: জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় গেটম্যান ঘুমিয়ে ছিলেন। রেলক্রসিংয়ের গেট খোলা রেখেই ঘুমিয়ে পড়েন তিনি। এ তথ্য জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির।
শনিবার সকালে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা সবাই বাসযাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী বাঁধন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে।
সূত্র: ডেইলী বাংলাদেশ…