রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

ধলাই ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় ফের দুর্বৃত্তদের গুলিতে মো. সেলিম (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। মো. সেলিম ক্যাম্প ৭ ব্লক-এ/১ এর নজির আহমদের ছেলে।

 

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।