কমলগঞ্জ সংবাদদাতা: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ আলেপুর গ্রামের মৃত হাছন মিয়ার পুত্র মো: মুকিদ মিয়া (২৩) নামে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানে মৌলভীবাজার সদর হাসপাতালের সামনের পাকা রাস্তার উপর থেকে (জি আর নং-৭৪/১৪, কমলগঞ্জ থানার মামলা নং- ১৬ তারিখ ২৬/৪/১৪ ইং, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৭(ক) এর ০১ (এক) বৎসর সাজাসহ ৫০০/-টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৭দিনের সাজাপ্রপ্ত) কমলগঞ্জের আলেপুর গ্রামের মো: মুকিদ মিয়া নামে একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।