ধলাই ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে লবণের ট্রাকে আনা ৭ হাজার ৭’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ২৩ লাখ ১০ হাজার টাকা। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জাহিদ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে মোহাম্মদপুর থানার জহুরা মার্কেট সংলগ্ন চাঁদ উদ্যান বেড়িবাঁধ এলাকা থেকে ট্রাকসহ ২ মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা হলো- মো. মঞ্জু (৩৪) ও মো. ইয়াসিন (২১)।
তিনি জানান, গ্রেফতারের পর প্রথমে মাদক পরিবহনের কথা তারা অস্বীকার করে। পরে জিজ্ঞাসাবাদে ট্রাকে থাকা ইয়াবার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে লবণের ট্রাকে অভিনব পন্থায় লুকিয়ে রাখা সাত হাজার সাতশ’ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে সেগুলো ট্রাকে করে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে সুকৌশলে ঢাকায় এনে সরবরাহ ও বিক্রি করে।