ধলাই ডেস্ক: সুনামগঞ্জে লবণের সংকট ও দাম বৃদ্ধির গুজবে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন দোকান ও বাজার পরিদর্শন করেছেন সুনামগঞ্জের ডিসি আব্দুল আহাদ।
এ সময় ডিসি সবাইকে গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বিষয়টি দেখভালের জন্য ব্যবসায়ী নেতাদের অনুরোধ জানান।
ডিসি জানান, বাজারে লবণের সরবরাহ স্বাভাবিক আছে। গুজবে না কান না দেয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এছাড়াও ব্যবসায়ীদেরকে প্যাকেটের গায়ে লেখা মূল্যে লবণ বিক্রি করতে বলা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে সুনামগঞ্জে ১১টি উপজেলায় লবণের সংকট ও দাম বৃদ্ধির গুজব ফেসবুকে ছড়িয়ে পরে। এতে লবণের দাম বৃদ্ধি পায় এবং একই সঙ্গে বাজারে লবণের সংকট দেখা দেয়। অনেকেই অভিযোগ করে স্ট্যাটাস দেন, মুদি দোকানগুলোতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে। মানুষকে গুজবে কান দিয়ে দাম বৃদ্ধির আশঙ্কায় অনেককেই বেশি করে লবণ কিনতে দেখা যায়।