কমলগঞ্জ সংবাদদাতা : ফেসবুকের মাধ্যমে অতিরিক্ত দামে লবণ বিক্রির খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় মঙ্গলবার (২০ নভেম্বর) কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ষ্টেশন রোডে যায় এবং লবণ অতিরিক্ত দামে বিক্রয় করার প্রমাণ পেয়ে মেসার্স হাজী ইয়াকুব এন্ড সন্স কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
পাশাপাশি ক্রেতাদের ন্যায্য মূল্যে পিঁয়াজ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে শমসেরনগর বাজার ও তার আশপাশের এলাকায় তদারকি অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আল আমিনের নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়।