লাউড় দুর্গে মিলল আবাসিক ভবনের ধ্বংসাবশেষ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

ধলাই ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর লাউড় রাজ্যের রাজধানীর দুর্গ খননকালে আবাসিক ভবনের ধ্বংসাবশেষ পাওয়ার আশা প্রকাশ করছেন প্রত্নতত্ত্ববিদরা।

২০১৮ সালের ১৪ নভেম্বর দুর্গ খননের কাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদফতর। খননে মাটির নিচে চারদিকে দেয়াল বেরিয়েছে। এর একদিকে ৫০ ফুট অন্যদিকে ৭৫০ ফুট।

দ্বিতীয় দফায় খনন শুরু হয়েছে চলতি বছরের ৯ জানুয়ারি। এরইমধ্যে প্রাচীন রাজধানীর আবাসিক ভবনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

গত বছরের ২৫ সেপ্টেম্বর এই প্রাচীন ঐতিহাসিক স্থাপনাকে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংরক্ষিত ঘোষণা করে।

স্থানীয় সমাজ সেবক মাসুক মিয়া জানান, লাউড় রাজ্যের রাজধানীর দুর্গের অবস্থান আছে তা প্রকাশিত হওয়ায় পর সংবাদ মাধ্যম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে কয়েক দফায় খনন কাজ শুরু হয়েছে। আগামী দুই মাসে গুরুত্বপূর্ণ আরো অনেক প্রত্ন সামগ্রী পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রত্নতত্ত্ব অধিদফতরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে পর্যটকদের থাকার জন্য আবাসিক ব্যবস্থাও হবে।

আগামী ১৩-১৪ মার্চ লাউড়ের দুর্গ পরিদর্শন করবেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সংস্কৃতি সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক হান্নান মিয়া, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ।