শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার হওয়া একটি গন্ধগোকুল ও হবিগঞ্জের বানিয়াচংয়ের মার্কুলী এলাকা থেকে উদ্ধার হওয়া একটি বানরসহ মোট দুটি বন্যপ্রাণি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে লাউয়াছড়া বনে প্রাণীগুলো অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ওয়াদুদ হোসেন, রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন তৌনুজাম, সোহেল শ্যাম প্রমুখ।
এরআগে রোববার বিকেলে শ্রীমঙ্গলের কালীঘাট সড়কের রাজরাজেশ্বরী কালীবাড়ির পাশের হরিবল বাবুর বাসার বাঁশঝাড় থেকে গন্ধ গোকুল প্রাণিটি উদ্ধার করে বনবিভাগের কাছে জালাল মিয়া নামের এক ব্যক্তি তুলে দেন।