কমলগঞ্জ প্রতিনিধি: বিশিষ্ট লেখক ও সাংবাদিক ইসহাক কাজল দুরারোগ্য রোগে ভূগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)।
তার মৃত্যুর সংবাদে লন্ডনের বাঙ্গালী কমিউনিটি, মিডিয়া হাউস ও বাংলাদেশের নিজ জন্মস্থানে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তাঁর বয়স ৭২ বছর। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ব্রাহ্মনউষার গ্রামে জন্মগ্রহণ করেন। আগামীকাল বুধবার স্থানীয় সময় বাদ জোহর লন্ডনে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে।
সাংবাদিক ও গবেষক ইসহাক কাজল দেশে বিদেশে সমধিক পরিচিত এক সংগ্রামী রাজনীতিবিদ ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি খেটে খাওয়া শ্রমজীবি মানুষের পাশে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সিলেট ও মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা আন্দোলনের জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করেন। মুক্তিযোদ্ধা ও চা শ্রমিকদের ছাড়াও তিনি বিভিন্ন ধরণের গবেষণাধর্মী গ্রন্থাবলী প্রকাশ করেন।
ইসহাক কাজল কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সিলেট ডাইজেস্ট এর সম্পাদক, দৈনিক বাংলাবাজার ও সিলেট কন্ঠসহ বিভিন্ন সংবাদপত্রের সাথে সম্পৃক্ত ছিলেন। কমলগঞ্জ, শ্রীমঙ্গলসহ সিলেট জুড়ে তিনি সাংবাদিকতায় বিস্তৃত ছিলেন। গবেষণা সাহিত্যে তাঁর প্রকাশিত অসংখ্য গ্রন্থ রয়েছে। বাংলা একাডেমীর প্রবাসী পুরুস্কার লাভ করেন।
ইসহাক কাজল মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে লন্ডনের বাঙালি কমিউনিটি ও বাংলাদেশের তাঁর জন্মস্থান মৌলভীবাজারে শোকের ছায়া নেমে আসে। মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রিয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এম.পি, কেন্দ্রিয় সদস্য কমরেড সিকান্দর আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, পতনঊষার গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনুসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।