শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে কমলগঞ্জে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মুজিব শতবর্ষ উযযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ১২ ফেবর্রুারি সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে একযোগে দেশের ৭ টি জেলা ও কমলগঞ্জ উপজেলাসহ ২৩ টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কমলগঞ্জ কমলগঞ্জ জোনাল অফিস কার্যালয়ের সম্মুখে গিয়ে সমাপ্ত হয়।

বর্তমানে দেশের মোট ২৫৭ টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।