শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে জনতার ঢল।

শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের হাতে লাল-সবুজের পতাকা নিয়ে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। তবে এর মধ্যেও ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে ভোলেননি তারা।

অনেককেই দেখা গেছে দেশাত্মবোধক গানের সঙ্গে কণ্ঠ মেলাতে। শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রঙের, নানা বর্ণের ফুল। আবার অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেছেন।

ফুল দিতে আসা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শবনম সুলতানা বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য ভোর থেকেই অপেক্ষা করছিলাম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শ্রদ্ধা জানাতে পেরে বেশ ভালো লাগছে।

পাশেই দাঁড়ানো তার বন্ধু শিমুল বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ এই দেশ পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, তাদের স্মরণ করতেই স্মৃতিসৌধে এসেছি।

সূত্র: ডেইলী বাংলাদেশ…