শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯

ধলাই ডেস্ক: দেশে শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সোমবার বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশনে যান প্রধানমন্ত্রী।

সেখানে তাকে উলুধ্বনি দিয়ে স্বাগত জানায় সনাতনধর্মাবলম্বীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজামণ্ডপ পরির্দশন করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলছে বলেই সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করছে।

শেখ হাসিনা বলেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক থেকে দেশমুক্ত রাখা বর্তমান সরকারের লক্ষ্য। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।

এ সময় সব ধর্মের মানুষের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন অব্যাহত থাকে সে কামনা করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে যান এবং সেখানকার পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।