শারদীয় দুর্গাৎসব উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার মতবিনিময় ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উৎযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) কমলগঞ্জ পৌরসভার হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মোহন চন্দ্র দেব, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়সহ পৌর এলাকার ৭টি মন্ডপ কমিটির সভাপতিবৃন্দ।

মতবিনিময় সভা শেষে কমলগঞ্জ পৌর এলাকার ৭টি মন্ডপে ৩৫ হাজার টাকা ও ১৪ জন পুরোহিতকে ১০ হাজার ৫শত টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।