ধলাই ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
রোববার আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
গতকাল শনিবার দেশের তাপমাত্রা ছিল সর্বোচ্চ বান্দরবান ও খুলনায় ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন নিকলীতে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।