ধলাই ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। তিন দিনে দুই শতাধিক মানুষ জ্বর-নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
হাতীবান্ধা হাসপাতালে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগে ভর্তি ৩১ জন রোগীর মধ্যে ২২ জনই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। তাদের মধ্যে আবার শিশু-নবজাতকের সংখ্যা বেশি।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. যুগল কিশোর রায় বলেন, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। গুরুতর অসুস্থদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।
ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের দেখতে শনিবার রাতে হঠাৎ হাসপাতালে হাজির হন লালমনিরহাটের ডিসি মো. আবু জাফর। এ সময় রোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সামিউল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা, পিআইও ফেরদৌস আহম্মেদ প্রমুখ।