শুরু হয়েছে শৈত্যপ্রবাহ, কাঁপছে চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার স্বাভাবিক জনজীবন। সোমবার ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, তাপমাত্রা আরো কমতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা তেমনটা কমেনি।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আজ থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি ২ থেকে ৩ দিন থাকবে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে তীব্র শীতে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। প্রচণ্ড শীতের কবলে তারা ঘরের বাইরে বের হতে পারছেন না। এছাড়া শীত নিবারণের চেষ্টায় সোমবার ভোরে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে নিম্ন আয়ের মানুষগুলোকে দেখা গেছে।

এছাড়া তীব্র শীতের কারণে গত তিন দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুসহ প্রায় ২০০ রোগী ঠান্ডাজনিত কারণে আউটডোরে চিকিৎসা নিয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।