শ্রীমঙ্গল সংবাদদাতা: “মূলসুর” আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষনে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যের মধ্যে দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর্ন্তজাতিক আদিবাসী দিবস ২০১৯ এর পূর্ণমিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৫ আগষ্ট) সকাল ১১টায় শহরের মৌলভীবাজার সড়কের ক্যাথলিক মিশনের নটরডেম জুনিয়র হাই স্কুল হলরুমে শ্যামল দেববর্মা ও পার্থ হাজং এর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে ও আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি পঙ্কজ কন্দের সভাপতিত্বে পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সদর ইউপি চেয়ারম্যন ভানু লাল রায়, সনাক সহ- সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য্য, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অজয় কুমার দেব, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহা সচিব ফিলা পতমী, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্র্রীয় কমিটির নারী নেত্রী ফ্লোরা বাবলী তালাং, কেন্দ্রীয় কমিটির সদস্য আন্দ্রিয়ো সালোমার, ফাদার যোসেফ গমেজ, ফাদার নিকোলাস বাড়ৈ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন আদিবাসী জাতি গোষ্ঠীর পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।