শ্রীমঙ্গলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২

ধলাই ডেস্ক: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, আমরা আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই, উপজাতি নয় আমরা আদিবাসী, সরকারি চাকুরীতে আদিবাসী কোটা পূনর্বহাল করতে হবে, উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ বন্ধ কর এই দাবী নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ এর আয়োজনে ” ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা ” শীর্ষক র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ এর সভাপতি জনক দেববর্মা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দেববর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি দীপেন্দ্র ভট্রাচার্য, ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, খ্রীষ্টান এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডমিনিক সরকার রনি, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের উপদেষ্টা চিত্তরঞ্জন দেববর্মা, সাংবাদিক সালেহ এলাহী কুটি, বিকুল চক্রবর্তী, আদিবাসী নেতা সামুয়েল জোসেফ হাজং, এলিসন সুঙ প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর দেববর্মা।
আলোচনা সভার পূর্বে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নারী, পুরুষ, শিক্ষার্থী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্যানার, ফেস্টুন সহ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী জনগোষ্টির মধ্যে খাসি, ত্রিপুরা,গারো,সাঁওতাল, মুন্ডা ও চা জনগোষ্টি সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।