ধলাই ডেস্ক: “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী- সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই স্লোগানের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯. পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা সম্মুখে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল,শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক,ট্যুরিষ্ট পুলিশের এএসআই মো.নোয়াব আলী, কমিউনিটি পুলিশের সদস্য,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা র্যালিতে অংশগ্রহণ করেন।