শ্রীমঙ্গলে কারিতাসের শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষন সনদ বিতরন

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিলেট অঞ্চলের (BACI–SEIP) প্রকল্পের মাধ্যমে তিনমাস মেয়াদি দুইটি ট্রেড কোর্সের ৫০জন প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষন সনদ বিতরন অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১অক্টোবর) দুপুরে  কারিতাসের শ্রীমঙ্গল ইছবপুর টেকনিক্যাল স্কুল প্রকল্প কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আসাদুজ্জামান, কারিতাস সিলেট অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা অনুব্রত ধর, মো. মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মখলিছুর রহমান। উল্লেখ যে তিনমাস মেয়াদি এ প্রশিক্ষনে ৫০ জন শিক্ষার্থী ইলেকট্রিক্যাল ও বিল্ডিং কনস্ট্রাকশন (মেশন) কোর্স সম্পন্ন করে।