ঢাকা, ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

ধলাই ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।

শনিবার দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্রান্সের শ্রীমঙ্গল ইউরোপিয়ান কমিউনিটি কেন্দ্রীয় শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন মোহন কলেজ (এমসি কলেজ) এর প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

এসময় ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সন্মননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই বিভাগের সর্বশেষ