শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর ) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) মো.মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শীল, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক,র্যাব,বিজিবি,ও আনসার ভিডিপির কর্মকর্তা বৃন্দ,শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়,কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল,ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন চৌধুরী,শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধি, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন  ইউনিয়নের জনপ্রতিনিধিসহ,উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য এবছর শ্রীমঙ্গল উপজেলায় সার্বজনীন ১৫৫টি ও ব্যক্তিগত ১২টি সহ মোট ১৬৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।