শ্রীমঙ্গলে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে ৷

গতকাল (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়া গারো লাইন মাঠে ফাদার ভোর্ডি ও লেহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয় ৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ, ফাদার হেমলেট বটলেরু, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ প্রমুখ ৷
টুর্ণামেন্টে মোট ২৮টি দল অংশ্রগহন করছে, নকআউট পদ্ধতিতে সম্পূর্ন টুর্ণামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৷
উদ্বোধনী খেলায় স্বাগতিক ফুলছড়া গারো লাইন-১ ও নাসিরাবাদ চা বাগান মুখোমুখি হয়, খেলায় নাসিরাবাদ চা বাগান কে ১-০ গোলে পরাজিত করে ফুলছড়া গারো লাইন-১ ৷