শ্রীমঙ্গলে বিজিবির উদ্যোগে ৩৯ লক্ষ টাকার তামাকজাত মাদক ধ্বংস

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি ) এর উদ্যোগে বিভিন্ন তামাকজাত মাদকদ্রব্য ধংস করা হয়। বুধবার (২২ শে জানুয়ারি) দুপুর ১২ টায় শ্রীমঙ্গল  ৪৬বিজিবি সদর দপ্তরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট এর  উপস্থিতিতে উক্ত তামাকজাত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি পরিচালক জনাব মোঃ শাজাহান (কোয়ার্টার মাষ্টার ৪৬ বিজিবি ব‍্যাটালিয়ন,শ্রীমঙ্গল জনাব সজল কান্তি দাস ( সহকারি রাজস্ব ও গুদাম কর্মকর্তা, চাতলাপুর স্থল ও শুল্ক স্টেশন,কুলাউড়া) স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিজিবির অন্যান্য সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারতীয় নাসির পাতার বিড়ি ৬২ গাইড ( ১৫, ৬৪, ৯০০ টি ) আগুনে নিক্ষেপ করে ধংস করা হয়। যার বাজার মূল‍্য ( ৩৯,১২,২৫০ ) উনচল্লিশ লক্ষ বারো হাজার দুইশত পঞ্চাশ টাকা।
অনুষ্ঠান শেষে জনাব মাহমুদুর রহমান জানান সীমান্তে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত তামাকজাত দ্রব‍্য যা জনস্বাস্হ‍্যের জন‍্য ক্ষতিকর তা আজ ধংস করা হলো। এদেশে তামাকজাত পণ‍্যের ব‍্যাপক চাহিদা থাকায় কিছু অসাধু ব‍্যাবসায়ী এই ক্ষতিকর পণ‍্য চোরাইপথে আমদানি করে বিজিবির হাতে ধরা পরে। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব‍্যাহত থাকবে।