ধলাই ডেস্ক: র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জয়নাল ইসলাম নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত জয়নাল আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার মুছাই এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল র্যাব-৯ এর স্কোয়াড কমান্ডার এ কে এম কামরুজ্জামান জানান, দুইদিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে ভোরে উপজেলার মুছাই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ডাকাত দল র্যাবের ওপর হামলা চালায়। পরে র্যাব গুলি চালালে ডাকাত দলের সদস্য জয়নাল ইসলাম নিহত হন এবং অন্যরা পালিয়ে যান। এ সময় র্যাবেরও দুই সদস্য আহত হন।
তিনি জানান, নিহত জয়নালের বাড়ি জেলার বড়লেখা উপজেলায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।